Site icon Jamuna Television

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন নাদাল

৪ বছর পর ইউএস ওপেনের শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন রাফায়েল নাদাল। ফাইনালে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারিয়ে আসরে ইউএস ওপেনের তৃতীয় আর ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ডস্লাম জিতে নিয়েছেন এই স্প্যানিশ সুপারস্টার। এটি  এই বছরে জেতা নাদালের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম।

বয়স সমান হলেও অভিজ্ঞতা আর অর্জনে বিস্তর ফারাক অ্যান্ডারসন আর নাদালের। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারান নাদাল। স্কোর- ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে। ২৩টি গ্র্যান্ডস্লামের ফাইনাল খেলা নাদালের বুলিতে নিয়েছেন ১৬টি শিরোপা। নিজের প্রিয় প্ল্যাটফর্ম ফ্রেঞ্চ ওপেনের পর ইউএস ওপেনে জেতা ৩ শিরোপাই তার সেরা সাফল্য। তবে এখনও চিরপ্রতিদ্বন্দ্বী ফেদেরারের চেয়ে ৩টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা পিছিয়ে তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version