Site icon Jamuna Television

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পেলে

বাড়ি ফিরেছেন পেলে। ছবি: সংগৃহীত

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ক্রিসমাসের উৎসব নিজ বাড়িতেই পালন করবেন এই ফুটবল গ্রেট। তবে কোলন টিউমারের চিকিৎসা চলবে।

কোলন টিউমার অপারেশনের পর কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছেন পেলে। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তি। বৃহস্পতিবার তাকে বাড়ি ফেরার ছাড়পত্র দিয়েছে সাউ পাউলো হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বেনজিমার জোড়া গোলে রিয়ালের জয়

৮১ বছর বয়সি এই তারকা ইনস্টাগ্রামে নিজের হাস্যোজ্জ্বোল ছবি পোস্ট করে জানান দিয়েছেন বাড়ি ফেরার কথা। সেখানে পেলে লিখেছেন, প্রতিশ্রুতি রক্ষা করেছি আমি। পরিবারের সাথেই ক্রিসমাস পালন করবো। বাড়ি ফিরছি আমি। আমাকে বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ।

আরও পড়ুন: ইংলিশ লিগ কাপ: টাইব্রেকারে জিতেছে লিভারপুল, চেলসি-টটেনহ্যামের সহজ জয়

Exit mobile version