Site icon Jamuna Television

সমুদ্রসৈকতে ঘুরতে এসে কাঁকড়া খেয়ে কিশোরীর মৃত্যু

প্রতীকী ছবি।

ভারতের পশ্চিমবঙ্গের দিঘা সমুদ্রসৈকতে ঘুরতে এসে কাঁকড়া খেয়েছিলেন ১৮ বছরের এক কিশোরী। এরপরই শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে হাসপাতালে নিলেও আর বাঁচানো যায়নি তাকে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে আসেন বীরভূমের ঋত্বিকা ভগত নামের ঐ কিশোরী। সৈকতে ঘোরার পর একটি হোটেলে খেতে যান তারা। সেখানেই সামান্য কাঁকড়া খেয়েছিলেন তিনি।

শুক্রবার ভোর থেকেই শ্বাসকষ্ট শুরু হয় ঋত্বিকার। সাথে সাথে হাসপাতালে নেয়া হলেও সেখানেই তার মৃত্যু হয়। কাঁকড়া খেয়ে অ্যালার্জির কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সূত্র: আনন্দবাজার।

আরও পড়ুন: ব্যবসায়ীর আলমারি থেকে ১৭০ কোটি টাকা উদ্ধার

এর আগে গত ২১ নভেম্বরে দিঘায় ঘুরতে এসে কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছিল সৌম্যদীপ নামের এক যুবকের। তারও অ্যালার্জির সমস্যা ছিল বলে জানা যায়।

জেডআই/

Exit mobile version