লঞ্চে দগ্ধ হয়ে বার্ন ইন্সটিটিউটে ভর্তি হওয়া বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী

|

লঞ্চে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইন্সটটিউটে ভর্তি হওয়া বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা জানান তিনি।

এ পর্যন্ত শিশুসহ ৫ জনকে ঢাকায় আনা হয়েছে। বিকাল তিনটার পরে প্রথমে দুজনকে ও পরে আরও তিনজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। এদের মধ্যে জেসমিন আক্তারের শরীরের ১২ শতাংশ দগ্ধ ও তার ছেলে তানিম হাসানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

মন্ত্রী বলেন, যাদের ঢাকায় আনা হয়েছে তাদের প্রায় সবাই ক্রিটিকাল কন্ডিশনে আছে। অনেকের শরীরের ৪০-৫০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছে। শ্বাসনালীও পুড়ে গেছে অনেকের। দুয়েকজন আছে আশঙ্কামুক্ত।

আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ডের কারণ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী আরও জানান, বরিশালে দগ্ধদের চিকিৎসায় ঢাকা থেকে ৭ সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply