Site icon Jamuna Television

ছাগলের ‘খৎনা’য় দাওয়াত দিয়ে ৩০০ মানুষ খাওয়ালেন দম্পতি

দাম্পত্যের বয়স প্রায় ২৫ বছর। কিন্তু কোলজুড়ে আজও আসেনি কোনো সন্তান। দীর্ঘ এ জীবনে অসংখ্য আত্মীয়-স্বজনদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, খেয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কাউকে দাওয়াত দিয়ে নিজ বাড়িতে আনতে পারেননি তারা। তাই আত্মতুষ্টির জন্য ব্যতিক্রম এক আয়োজন করেছেন এক দম্পতি।

সম্প্রতি তাদের বাড়িতে পালিত একটি ছাগলের দু’টি বাচ্চা হয়েছে। সেই বাচ্চা দু’টিকে খৎনা দিয়েছেন তারা। এরপর রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চা দু’টিকে। পরে এলাকাবাসীকে দাওয়াত দিয়ে খাইয়েছেন তারা। কুষ্টিয়া জেলার কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে দিনমজুর ওহাবের বাড়িতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রায় ৩০০ স্বজন ও প্রতিবেশী দুপুরের খাবারে অংশ নেয়।

আলোচিত এ দম্পতি হলেন ওই গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম। এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় করেন ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দু’টি দেখতে।

আরও পড়ুন: স্বামীর চেয়ে স্ত্রী ৬০ বছরের বড়!

দম্পতি জানায়, ২৫ বছরের বিবাহিত জীবনে ঘরে কোনো সন্তান জন্ম না নেয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দু’টি বাচ্চার জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।

Exit mobile version