Site icon Jamuna Television

চিড়িয়াখানায় মাচানে গলা আটকে মারা গেল জিরাফ

ছবি: সংগৃহীত।

ভারতের গুয়াহাটি চিড়িয়াখানার মাচানে গলা আটকে মারা গেছে একটি জিরাফ। চিড়িয়াখানা সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে জিরাফদের খাঁচায় ঘাস খেতে দেয়া হয়েছিল। ঘাস খাওয়ার সময় রঙিলী নামে স্ত্রী জিরাফটির মাথা ও গলা মাচানের কাঠামোয় আটকে গিয়েছিল। গলা বার করতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে চার বছর বয়সী জিরাফটি মারা যায়। শুক্রবার (২৪ ডিসেম্বর) তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০২০ সালে মাইসুরুর চামারাজেন্দ্র জুলজিক্যাল পার্ক ও পটনার সঞ্জয় গাঁধী জৈবিক উদ্যান থেকে তিনটি জিরাফ গুয়াহাটি চিড়িয়াখানায় আনা হয়েছিল। একটি পুরুষ জিরাফ আগেই মারা গিয়েছে। বৃহস্পতিবার রাতে মারা গেল একমাত্র স্ত্রী জিরাফ। এখন কুলানন্দ নামে একটি পুরুষ জিরাফ থাকল চিড়িয়াখানায়।

চিড়িয়াখানার ডিএফও অশ্বিনী কুমার জানান, গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার ঘটনাটি সত্যি। কিন্তু ঠিক কী ভাবে এমনটা ঘটেছে, তা তদন্তের পরেই জানা যাবে।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে ২৬ লাখ টাকা ঋণ

চিড়িয়াখানা সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক রাজকুমার বৈশ্য অভিযোগ করেন, চিড়িয়াখানার ভেতরের হাসপাতালের যন্ত্রপাতি বিকল। সেখানে চিকিৎসকও সব সময় থাকেন না। বৃহস্পতিবার রাতে জিরাফটি গলায় ফাঁস আটকে নিশ্চয়ই অনেকক্ষণ ছটফট করেছে। কিন্তু কোনো কিপার আশপাশে না থাকায় সে কষ্ট পেয়ে মারা গেল।

Exit mobile version