Site icon Jamuna Television

লঞ্চের আগুনে দগ্ধ কেউই শঙ্কামুক্ত নয়: সামন্তলাল সেন

ভর্তি হওয়াদের বেশিরভাগেরই ৪০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তাই দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে দগ্ধ রোগীদের চিকিৎসার বিষয়ে জানাতে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন তিনি। এছাড়াও বার্ন ইউনিটে ভর্তি দগ্ধদের খোঁজ খবর নিতে এসেছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

ডা. সামন্তলাল বলেন, বর্তমানে ১৫ জন রোগীর চিকিৎসা চলছে। ভর্তি হওয়া প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। পুড়ে যাওয়া রোগীদের অবস্থা নিশ্চিত করে বলা যায় না। তারা শঙ্কামুক্ত কিনা তা এত দ্রুত বলা সম্ভব নয়।

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সর্বমোট ২১ জন বর্ণ ইউনিটে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে চলে গেছে। আর একজন আজ আইসিইউতে মারা গেছেন।দগ্ধদের চিকিৎসায় সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে ও তা অব্যাহত থাকবে। চিকিৎসাধীনদের মধ্যে দুইজন আইসিইউতে ভর্তি আছেন বলেও জানান স্বাস্থ্য সচিব।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। ঝালকাঠি জেলার সদর উপজেলার ৮ নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলের আশেপাশে এ দুর্ঘটনা ঘটে।

Exit mobile version