মুম্বাইয়ে বল করতে চেয়ে প্রত্যাখ্যাত বোলারই নিয়েছেন ১০ উইকেট

|

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের স্থানীয় একটি ক্লাবে গিয়ে বল করার অনুরোধ করেও সুযোগ পাননি। আর সেখানেই কয়েক বছরের ব্যবধানে ১০ উইকেট নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন আজাজ প্যাটেল। ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার।

ডিসেম্বরের শুরুতেই ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে আলোচনায় আসেন আজাজ। নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেললেও আজাজের জন্ম ভারতের মুম্বাইয়ে। একবার মুম্বাইয়ের একটি স্থানীয় ক্লাবে বল করতে চেয়েছিলেন। পরিচয় জানার পরও ক্লাবের সদস্য না হওয়ায় সেটি করতে দেয়া হয়নি এই স্পিনারকে। ওই সময় নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটার ছিলেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার।

১০ উইকেট নেয়ার পর আজাজ প্যাটেল। ছবি: সংগৃহীত

আজাজ প্যাটেল বলেন, আমি মুম্বাইয়ে একবার ফিরেছিলাম। সেলুন থেকে বের হয়ে রাস্তার অন্যপ্রান্তে দেখতে পাই একটি ক্রিকেট নেট। সেখানে উইকেট ছিল ঘাসের। আমি গিয়ে জিজ্ঞেস করলাম উইকেটটিতে বল করতে পারবো কিনা। একজন বললো, তিনি এ ব্যাপারে কিছুই বলতে পারবেন না। কথা বলতে হবে ক্লাবের ম্যানেজারের সাথে। আমি ম্যানেজারকে ফোন করলাম। জানালাম, আমি নিউজিল্যান্ডে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি। ক্লাবটিতে বল করতে পারবো কি না? বললাম, ক্লাবে গিয়ে সেখানকার ব্যাটারদের বল করতে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তিনি জবাব দিলেন যে, আমি পারবো না। ক্লাবের সকল কিছু কেবল সদস্যরাই ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন: ‘আমাকে নিয়ে নেতিবাচক খবর মানুষ বেশি পছন্দ করে’

এরপর এক দশকের অর্ধেকেরও কম সময়ে আজাজ প্যাটেল আবার ফিরে আসেন মুম্বাইয়ে, যখন তার জন্য ভেন্যু হিসেবে ছিল ওয়াংখেড়ে স্টেডিয়াম। আর সেখানেই ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট শিকার করেন একদিন বল করতে চেয়েও প্রত্যাখ্যাত হওয়া সেই বোলার।

আরও পড়ুন: বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নেই সাইফউদ্দিন; করা হয়েছে অবিচার!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply