Site icon Jamuna Television

বরগুনায় লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩০ জনের জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত।

সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস মাঠে এ জানাজা সম্পন্ন হয়। জানাজার পর ২৪ জনের লাশ গণকবরে দাফন করা হয়। বাকী ৬ জনের লাশ স্বজনরা শনাক্ত করায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ত্রুটিপূর্ণ ছিল ইঞ্জিন, সিগারেট-কয়েল থেকে লাগতে পারে আগুন

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঝালকাঠির গাবখানের কাছাকাছি পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে চলন্ত অবস্থায় লঞ্চটিতে আগুন ধরে। পরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় লঞ্চটি ভেড়ানো হয়। রাতের আঁধারে নিজেরাই ঝাঁপিয়ে পড়ে যারা প্রাণ বাঁচিয়েছেন তাদের বেশির ভাগই আহত ও দগ্ধ হয়েছেন। ভোররাতে স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে তাদের সাহায্যে এগিয়ে আসেন।

আরও পড়ুন: ‘সাইলেন্সার পাইপে তাপনিরোধক কাপড় না থাকায় লঞ্চে আগুন ধরতে পারে’

সেখানে স্বজন হারানো শত শত মানুষ ভিড় করে আহাজারি করেন। লাশের গন্ধ আর আহাজারিতে শোকের মরুতে পরিণত হয় সুগন্ধার তীর। দিনভর উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্ট গার্ড ৩৭ জনের লাশ উদ্ধারের পাশাপাশি ৭২ জনকে জীবিত উদ্ধার করে। নিহতদের বেশির ভাগই নারী, শিশু ও প্রবীণ। দগ্ধ হয়ে লাশ বিকৃত ও খণ্ডিত হওয়ায় স্বজনরা নিহতদের শনাক্ত করতে পারছেন না।

Exit mobile version