Site icon Jamuna Television

ফাতিমা ও আমির খানের বিয়ের গুঞ্জন, সত্যটা কী?

দঙ্গল সিনেমার সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমির খানের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এর মধ্যে গুঞ্জন উঠেছে, ফাতিমাকেই নাকি আমির খান বিয়ে করেছেন। মূলত আমির খান ও ফাতিমা সানা শেখের ছবিসহ একটি টুইট ব্যাপক ভাইরাল হলে তা নিয়ে উঠে-পড়ে লাগে নেটিজেনরা। ওই টুইটে আমির ও ফাতিমাকে দম্পতি বলে উল্লেখ করা হয়।

আসলেই কী তাই? ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে এমন কিছু ঘটেনি। পুরোটাই সাজানো। একটি এডিট করা ছবিকে ভিত্তি করেই এই গুজব, জল্পনা ছড়িয়েছে। আসলে ছবিটি আমির ও কিরণের। মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির সঙ্গে শ্লোকা মেহতার এনগেজমেন্ট অনুষ্ঠানে পাপারাত্জিদের পীড়াপীড়িতে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছিলেন আমির ও কিরণ। সেই ছবি থেকে কিরণের মুখ সরিয়ে তাতে ফতিমার মুখ বসিয়ে দু’জনকে এখন স্বামী-স্ত্রী দাবি করা হয়েছে।

গত জুলাইয়ে আমির খান ও কিরণ রাওয়ের ১৫ বছরের দাম্পত্যের বিচ্ছেদ হয়েছে। এরপরও অবশ্য ছেলেকে কেন্দ্র করে অভিভাবকের দায়িত্ব পালন করতে একসঙ্গে দু’জনকে দেখা গেছে।

এমএন/

Exit mobile version