Site icon Jamuna Television

গুগলকে ৯৮ মিলিয়ন ডলার জরিমানা রাশিয়ার

ছবি: সংগৃহীত

টেক জায়ান্ট গুগলকে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করলো রাশিয়ার একটি আদালত। মূলত রাশিয়ায় অবৈধ বলে বিবেচিত কনটেন্ট না সরানোর জন্য এমন রায় দিয়েছে মস্কোর তাগাঙ্কা ডিসট্রিক্টের ম্যাজিস্ট্রেট আদালত।

তবে কী ধরনের আপত্তিকর কনটেন্ট সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। রায়ের বিষয়ে গুগল কর্তৃপক্ষ বলছে, পরবর্তী পদক্ষেপ নেয়ার আগে আদালতের রায়টি বিবেচনায় রাখবে তারা। একই ইস্যুতে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে ২৭ মিলিয়ন ডলার জরিমানা করেন রাশিয়ার আদালত।

আরও পড়ুন: ফের কার্যকর হতে পারে কৃষি আইন: ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

এছাড়া, চলতি সপ্তাহের শুরুতে জরিমানা গুনতে হয়েছে টুইটারকে। সম্প্রতি প্রযুক্তি সংস্থাগুলোর উপর চাপ বাড়িয়েছে রুশ প্রশাসন। বিভিন্ন কনটেন্ট সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা এবং দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ আনা হয় টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে।

আরও পড়ুন: মহানবীকে (সা.) অসম্মান করা মানেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন: পুতিন

Exit mobile version