Site icon Jamuna Television

তুরস্কে বাসে আগুন, নিহত ১৭ অভিবাসী

তুরস্কের পূর্বাঞ্চলীয় ইগদির প্রদেশে বাসে আগুন লেগে প্রাণ গেছে অন্তত ১৭ অভিবাসীর। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, হতাহতদের সবাই আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের নাগরিক ছিলেন।

জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা লেগে বাসটিতে আগুন ধরে যায়। এসময় অনেকে বাস থেকে নামতে সক্ষম হলেও ঘটনার আকস্মিকতায় পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এ ঘটনায় ট্রাকের চালকসহ ১৩ যাত্রীকে আটক করেছে পুলিশ।

এদিকে বাস দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনার সময় অর্ধশতাধিক আরোহী বহন করছিল মাত্র ১৪ জন ধারণক্ষমতাসম্পন্ন বাসটি।

Exit mobile version