Site icon Jamuna Television

ইমন-মাহির দূরত্ব কমছে, একসঙ্গে অভিনয়ে ফিরছে

মামনুন হাসান ইমন ও মাহিয়া মাহি।

মামনুন হাসান ইমন ও মাহিয়া মাহি, ঢাকাই চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ের আলোচিত নাম। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে মাহির ফোনালাপ ফাঁসের জেরে ইমন ও মাহির সম্পর্ক অবনতির দিকে এমন গুঞ্জন উঠেছিল। তা আরও বেশ চাউর হয়, ইমনের বিপরীতে ওয়েব চলচ্চিত্র ‘কাগজের বউ’ থেকে মাহি সরে দাঁড়ানোর ঘোষণা দিলে।

তবে, এবার জানা গেল শাহীন সুমন এর ‘মাফিয়া’ সিনেমার শুটিংয়ে যোগ দিচ্ছেন মাহিয়া মাহি। এই অভিনেত্রীর বিপরীতে থাকছেন ইমনও। জানুয়ারির প্রথম সপ্তাহেই এই দু’জন ক্যামেরার সামনে দাঁড়াবে বলে জানা গেছে। মাফিয়া সিনেমার গল্প নব্বই দশকের অপরাধ জগত নিয়ে।

মাহি, ইমন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, মিশা সওদাগর, আঁচল আঁখি, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খানসহ আরও অনেকে।

এমএন/

Exit mobile version