Site icon Jamuna Television

ছেলেকে বাঁচাতে ‌গিয়ে প্রাণ গেল বাবার

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপু‌রে ট্রেনে কাটা পড়ে ছিরু মোল্লা (৫০) না‌মের এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম দুর্ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ-রাজশাহী রেলপথের জামালপুর বাজার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছিরু মোল্লা পেশায় কৃষক। তিনি জামালপুর ইউনিয়নের সাবনী গ্রামের আবদুস সামাদ মোল্লার ছে‌লে। এ দুর্ঘটনায় তার ছেলে সোবহান মোল্লা (২৫) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর বাজার রেলগেটে কোনো প্রহরী বা রক্ষী নেই। নিজ দায়িত্বে রাস্তা পারাপার হতে হয়। শনিবার সকালে বাবা-ছেলে একসঙ্গে ট্রাক্টর (কলের লাঙল) নিয়ে যাচ্ছিলেন। চালকের আসনে ছিল ছেলে সোবহান। বাবা ছিরু পাশেই বসা ছিলেন। আগে থেকে ট্রেনটি দেখতে না পেয়ে রেললাইনের একেবারে কাছে চলে আসে ট্রাক্টরটি। এ সময় ছেলের জীবন বাঁচাতে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বাবা। কিন্তু নিজের জীবন বাঁচাতে পারেন নাই। ট্রেন তাকে কিছুদুর ধাক্কা দিয়ে নিয়ে যায়। এতে ছেলেও আহত হয়। তবে ঘটনাস্থলেই মারা যান ছিরু মোল্লা।

আরও পড়ুন: ঝিনাইদহে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

জেডআই/

Exit mobile version