Site icon Jamuna Television

ওমিক্রন পিছিয়ে দিলো অনন্ত জলিলকে

দিন: দ্য ডে সিনেমার অফিসিয়াল পোস্টার।

বেশ আগেই ঘোষণা করা হয়েছিলো, ২৪ ডিসেম্বর মুক্তি পাবে অনন্ত জলিলের আলোচিত সিনেমা দিন: দ্য ডে। কিন্তু নায়ক-প্রযোজক অনন্ত জলিল জানালেন, ওমিক্রনের কারণে পিছিয়ে গেছে সিনেমাটির মুক্তি।

শনিবার (২৫ ডিসেম্বর) অনন্ত জানান, সিনেমাটি নির্মিত হয়েছে ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। এজন্য এই সিনেমার সবকিছু আমার একার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও পূর্ব নির্ধারিত তারিখে সিনেমাটি মুক্তি দিতে পারিনি, এজন্য আমি দুঃখিত।

মুক্তির তারিখ পেছানোর কারণ ব্যাখ্যা করে অনন্ত বলেন, আমাদের পরিকল্পনা ছিলো বাংলাদেশ, ইরান, আফ্রিকা, রাশিয়া ও মধ্যপ্রাচ্যে ছবিটি একইদিনে মুক্তি দেয়ার। কিন্তু ওমিক্রন সংক্রমণের কারণে ভেস্তে গেছে সে পরিকল্পনা। সিনেমাটি রিলিজের নতুন তারিখ খুব শিগগরই জানাবো।

অনন্ত আরও জানান, দিন: দ্য ডে তার স্বপ্নের সিনেমা। সিনেমাটি পাঁচটি ভাষায় মোট ৮০টি দেশে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র পরিচালক মুর্তজা অতাশ জমজম।

উল্লেখ্য, সিনেমাটির শ্যুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, তুরস্ক ও আফগানিস্তানে। এ সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে। এর আগে অনন্ত জলিলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো মোস্ট ওয়েলকাম ২, যা মুক্তি পেয়েছিলো ২০১৪ সালে। আর গত সাত বছরে দিন: দ্য ডে এর পাশাপাশি দ্য স্পাই, সৈনিক ও নেত্রী: দ্য লিডার শিরোনামের ৩টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি।

/এসএইচ

Exit mobile version