Site icon Jamuna Television

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত

ডুফার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দায়িত্ব হস্তান্তর করছেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত হলো। একই সাথে বিদায়ী কমিটিকে সম্মাননা জানানো হয়।

শনিবার (২৫ ডিসেম্বর) কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান অডিটোরিয়ামে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ডুফার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক গাজী হাসান জামিল। এসময় অপর দুই কমিশনার রফিক উল্লাহ রোমেল ও সানজিদা রিপা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে বিদায়ী কমিটিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

বিদায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিএম আখতার হুসেইন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। পরে সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর আগে ডুফার সদস্যরা নানা ধরনের আপ্যায়নে অংশ নেয়। ডুফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধিত সংগঠন।

এনবি/

Exit mobile version