
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় বড়দিনের উৎসবমুখর পরিবেশে এক অন্তঃস্বত্তা নারী ও চার শিশুসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করেছে একই পরিবারের আরেক সদস্য। হত্যাকাণ্ডের পর ঘাতক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের মালামুলেলের জিমি জোনস গ্রামে একই পরিবারের সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে। 
স্থানীয় পুলিশ জানিয়েছে, জিমি জোনস গ্রামে রাতে একাধিক গুলিবর্ষণের  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে একজন গর্ভবতী নারী ও চার শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
/এসএইচ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply