Site icon Jamuna Television

অবশেষে বন্ধ হলো লা পামা দ্বীপের আগ্নেয়গিরি’র লাভা

ছবি: সংগৃহীত

৩ মাসব্যাপী ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর অবশেষে বন্ধ হলো স্পেনের লা পামা দ্বীপের আগ্নেয়গিরি’র লাভা উদগীরণ। শনিবার (২৫ ডিসেম্বর) আনুষ্ঠানিক এ ঘোষণা করে লা পামা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, গেল ১৩ দিন যাবত বন্ধ রয়েছে লাভা উদগীরণ। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন বিজ্ঞানীরা। গেল কয়েকদিনে কোন ভূকম্পন অনুভূত না হওয়ার এ ঘোষণা দেয়া হয়েছে। ইতোমধ্যে উদ্বাস্তু বাসিন্দাদের পুনর্বাসনে কাজ শুরু করছে প্রশাসন।

এদিন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি সম্মান প্রদর্শন করেন স্থানীয়রা।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে লাভা উদগীরণ শুরু হয় লা পামা দ্বীপের এই আগ্নেয়গিরিতে। একে দ্বীপের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ আগ্নেয়গিরি বলছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version