Site icon Jamuna Television

গ্রিস উপকূলে নৌকাডুবে কমপক্ষে ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ছবি: সংগৃহীত

গ্রিস উপকূলে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে ১৬ অভিবাসন প্রত্যাশীর। আজিয়ান সাগরের দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৬৩ জনকে।

গ্রিক কোস্টগার্ড জানায়, প্যারোস দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে হয় এই দুর্ঘটনা। সাগরের মাঝামাঝি উল্টে যায় নৌকাটি। খবর পেয়ে উদ্ধারে যায় কোস্টগার্ড সদস্যরা। হেলিকপ্টার ও সামরিক বিমান নিয়েও চালানো হয় সন্ধান। মৃতদের মধ্যে তিন নারী ও এক শিশুও রয়েছে। জীবিত উদ্ধারকৃতদের প্যারোসে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন তারা।

নৌকাটিতে গাদাগাদি করে ৮০ জনের মতো ছিল বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টা করছিলো দলটি। নৌকাডুবির কারণ জানা যায়নি। এক সপ্তাহের মধ্যে সাগরে অভিবাসন প্রত্যাশীদের তৃতীয় বড় দুর্ঘটনা এটি।

Exit mobile version