Site icon Jamuna Television

জ্বলন্ত চুলার কড়াইয়ের পানিতে শিশুর গোসল ভাইরাল

ছবি: সংগৃহীত।

বেড়েছে শীতের তীব্রতা। আর এই শীতের সময় গোসল নিয়ে নানাধরনের মিমস, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উষ্ণতা ছড়ায়। কে কতদিন গোসল করেনি বা শীতে গোসলের নানা উপায় দেখায় অনেকেই। কিন্তু এবার অসাধ্য সাধন করেছে ভারতের এক শিশু।

শীতের তীব্রতা বাড়ছে। শুধু বাংলাদেশেই নয়, ভারতের বেশ কিছু অঞ্চলে এখন তীব্র শীত। শীতে গোসলে একটু জড়তা কার না আসে। তাই চাই উষ্ণ পানি। কিন্তু এবার অবিশ্বাস্য গোসলের আইডিয়া প্রকাশ করেছে ভারতের এক ছেলে। যা রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

আরও পড়ুন: কেএফসির হট উইংসে আস্ত মুরগির মাথা! সমালোচনার ঝড়

ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিও সম্প্রতি কু অ্যাপে আপলোড করা হয়েছে। কুয়াশাচ্ছন্ন সকালে ছেলেটি গোসল করছে। বিশাল চুলা জ্বালিয়ে সেখানে বসানো হয়েছে বিশাল কড়াই। আগুন জ্বলছে। আর ওই ছেলে কড়াইয়ে বসে মগে করে গায়ে গরম পানি ঢালছে। শুধু তা-ই নয়, পানি সঞ্চয়ও করছে ছেলেটি।

ছেলেটির উদ্ভাবনী শক্তি চমকে যাওয়ার মতো হলেও এমনটা করবেন না। এটা ভয়ঙ্কর ও অনিরাপদ। আপনার ত্বক পুড়ে যাবে।

/এনএএস

Exit mobile version