Site icon Jamuna Television

এবার ট্রেনেও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করতে চায় ভারত

ছবি: সংগৃহীত।

দূরপাল্লার ট্রেনে ভ্রমণের সময় নারীদের নানা ভোগান্তির কথা মাথায় নিয়ে ট্রেনের সংরক্ষিত কামরায় নারীদের জন্য পৃথক আসন বরাদ্দ রাখার কথা ভাবছে ভারতের রেল যোগাযোগ কর্তৃপক্ষ। এ নিয়ে আগামী বছরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, সাধারণ স্লিপার শ্রেণির ক্ষেত্রে কামরাপিছু ৬-৭টি আসন পৃথকভাবে বরাদ্দ রাখার কথা ভাবা হয়েছে। এসি থ্রি-টিয়ারের ক্ষেত্রে ওই সংখ্যা ৫-৬টি এবং এসি টু-টিয়ারের ক্ষেত্রে ৩-৪টি আসন নারীদের জন্য বরাদ্দ রাখা হতে পারে। এককভাবে বা ছোট দলে টিকিট কাটলে নারীরা ওই আসন সংরক্ষণের সুবিধা পাবেন। সংরক্ষিত কামরায় লোয়ার বার্থ নারীদের জন্য বরাদ্দ রাখা হবে।

এরই মধ্যে ট্রেনে নারীদের সুরক্ষার জন্য আরপিএফ এবং জিআরপি-র সক্রিয়তাও বাড়ানো হয়েছে দেশটিতে। জিআরপি-র পাশাপাশি ট্রেনে অপরাধের ঘটনা রুখতে আরপিএফ নিজস্ব সোর্স নেটওয়ার্ক তৈরির উপরে জোর দিয়েছে। নারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা গেলে দূর পাল্লার ট্রেনে তাদের আগ্রহ বাড়বে বলে আশা ভারতীয় রেল কর্তৃপক্ষের।

এসজেড/

Exit mobile version