Site icon Jamuna Television

প্রবল তুষারপাতের কবলে চীন

ছবি: সংগৃহীত

প্রবল তুষারপাতের কবলে চীনের বেশিরভাগ এলাকা। একইসাথে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। বরফের পুরু আস্তরণে ঢাকা পড়ে আছে রাস্তাঘাট।

রাস্তায় বরফের কারণে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। বেশ কিছু এলাকায় বন্ধ হয়ে গেছে বাস ও রেল চলাচল। আর বৈরী আবহাওয়ার কারণে জাহাজ ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফেরার সতর্কবার্তা দিয়েছে প্রশাসন। হাইনান প্রদেশে বৃষ্টিপাতের আশঙ্কাও করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ইয়েলো অ্যালার্ট জারি করেছে দেশটির প্রশাসন। রাস্তাঘাটে জমা পুরু বরফের স্তর সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস। মধ্য ও পূর্বাঞ্চলে গড় তাপমাত্রা ওঠা নামা করছে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার নাগাদ তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে আসার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

ইউএইচ/

Exit mobile version