Site icon Jamuna Television

‘২০২২ সালে বিশ্বে জ্বালানির চাহিদা অনেক বাড়বে’

ছবি: সংগৃহীত

আসছে নতুন বছরে বিশ্বে জ্বালানির চাহিদা অনেক বাড়বে। দৈনিক শুধু তেল দরকার হবে আগের চেয়ে ৩০ গুণ বেশি। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা – আইইএ।

সংস্থাটি মূলত ধনী দেশে জ্বালানির বাজার পর্যবেক্ষণ করে। প্রাথমিক ধারণা, সবচেয়ে বেশি জ্বালানির চাহিদা হবে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রে। এর ব্যাখ্যাও দিয়েছে আইইএ। তারা বলছে, নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব মৃদু এবং স্বল্পস্থায়ী হবে। তার ওপর কোভিড চ্যালেঞ্জ মোকাবিলায় গোটা বিশ্বই প্রস্তুত। তাই শিল্প ও যোগাযোগে ঘুরে দাঁড়াতে চাইবে সবাই। তবে ওমিক্রন সংক্রমণ ঠেকাতে অনেক দেশই আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে বিমানের জ্বালানির চাহিদা কমতে পারে।

আইইএর পূর্বাভাস, ২০২২ সালে তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক ৩৩ লাখ ব্যারেল থেকে বেড়ে ঠেকবে ৯ কোটি ৯৫ লাখে। যা ২০১৯ সালের রেকর্ড চাহিদার সমতুল্য। তবে ২০২২ সালে চাহিদা নিয়ে কোনো মন্তব্য করেনি ওপেক।

ইউএইচ/

Exit mobile version