ব্যালট পেপার ছিনতাইকালে ঠাকুরগাঁওয়ে আটক বাবা-মেয়ে

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার সময় বাবা ও মেয়েকে আটক করা হয়েছে। এসময় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা বুলেটও ছোঁড়ে পুলিশ। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী (৩৪) নামে একজন আহত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা আখানগর ইউনিয়ন ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এঘটনা ঘটে। আটককৃতরা হলেন মোহাম্মদ কাবুল (৪৫) ও তার মেয়ে মোছা. কামরুন নাহার (২৩)।

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, ঘটনার পর আধাঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবি, র‍্যাব ও প্রশাসন কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

আরও পড়ুন: ফেনীতে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ; মা ও শিশুসহ গুলিবিদ্ধ ১১

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নে ৭৩ জন চেয়ারম্যান প্রার্থী, ২০৯ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৬৭৮ জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১৮৮টি কেন্দ্রে ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply