
ছবি: সংগৃহীত।
ভারতের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে গত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মিরে ৫ জন জঙ্গি সদস্য নিহত হয়েছে। নিহতরা প্রত্যেকেই জঙ্গি সংগঠন আইএস এর জম্মু-কাশ্মির শাখার সদস্য ছিল বলে জানানো হয়েছে। খবর এনডিটিভির।
রোববার (২৬ ডিসেম্বর) জম্মু-কাশ্মিরের অনন্তনাগে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পুলিশ অফিসার আশরাফ হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ফাহিম ভাট আছে বলে জানিয়েছে কাশ্মিরে পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার। ফাহিম কিছুদিন আগেই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয় বলে জানান তিনি। এছাড়া রাসুল আলিয়াস আদিল নামের আরও একজনতে চিহ্নিত করা হয়েছে।
এসজেড/



Leave a reply