Site icon Jamuna Television

দ্রুত সিদ্ধান্তের কারণে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

দ্রুত সিদ্ধান্তের কারণেই দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহী চৌধুরী। তিনি বলেন, তা না হলে এখনও কেবল ৪৫ ভাগ মানুষ বিদ্যুৎ পেতো।

রোববার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উন্নত বিশ্বের পরামর্শ অনুযায়ী সোলার বা অন্যান্য উৎসের ওপর নির্ভর করলে অন্তত বিশ বছর সময় লাগতো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। এসময় তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য দ্রুত বিদ্যুৎ দরকার। সেজন্য গবেষকদের দ্রুত কার্যকর পরিকল্পনায় নজর দেয়ার পরামর্শ দেন তিনি।

স্থানীয় উদ্ভাবনকে অবজ্ঞা না করে কার্যকর উন্নয়নের আওতায় আনার পরামর্শ দেন তৌফিক ই ইলাহী চৌধুরী। প্রয়োজনে নিরাপত্তা বৃদ্ধির উপায় খুঁজতে হবে, বলেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version