Site icon Jamuna Television

অজি ইতিহাসে চতুর্থ আদিবাসী হিসেবে অভিষেক স্কট বোল্যান্ডের

অজি পেসার স্কট বোল্যান্ড। ছবি: সংগৃহীত

অজি ইতিহাসে মাত্র চতুর্থ আদিবাসী ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে পেসার স্কট বোল্যান্ডের । ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হয়েছে তার।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঘরোয়া ক্রিকেট খেলা বোল্যান্ড হচ্ছেন ২০০৬ সালে শেষ টেস্ট খেলা জেসন গিলেস্পির পর প্রথম আদিবাসী ক্রিকেটার, যিনি ব্যাগি গ্রিন ক্যাপ পেলেন।

আরও পড়ুন: মাঠে হার্ট অ্যাটাক করে ফুটবলারের মৃত্যু

এই টেস্টে ফিরেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আছেন মিচেল স্টার্ক। তবে অ্যাডিলেডে খেলা দুই পেসার ঝাই রিচার্ডসন ও মাইকেল নিসার এখনো দ্বিতীয় টেস্টের ধকল কাটিয়ে উঠতে পারেননি। তাই তারা থাকছেন দলের বাইরে। অ্যাডিলেডে অভিষিক্ত মাইকেল নিসার ইংলিশ পেসার মার্ক উডকে আউট করে অভিষেক উইকেটের দেখাও পান।

মেলবোর্নের মাঠে বোল্যান্ডের দুর্দান্ত প্রধান শ্রেণির রেকর্ডই এই নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এই ভেন্যুতে ২৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২৫.৭১ গড়ে ৯১ উইকেট নিয়েছেন বোল্যান্ড। বোল্যান্ডের আগে আদিবাসী হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট ক্রিকেটার ছিলেন জেসন গিলেস্পি।

আরও পড়ুন: বক্সিং ডে টেস্ট: অজি বোলারদের তোপে প্রথম দিনেই অলআউট ইংল্যান্ড

Exit mobile version