Site icon Jamuna Television

সাড়ে ১২ লাখ টাকা খরচ করে কুকুরের জন্মদিন পালন!

ছবি: প্রতীকী

প্রায় সাড়ে ১২ লাখ টাকা খরচ করে নিজের পোষা কুকুরের জন্মদিন পালন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক নারী। ঘটনাটি ঘটেছে চীনের হুয়ান প্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, লাখ লাখ টাকা খরচ করে ডু ডু নামে একটি পোষা কুকুরের জন্মদিন পালন করেছেন ওই নারী। শুধু তাই নয়, ডু ডুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ড্রোন শোয়ের আয়োজনও করা হয়েছিল। ৩০ মিনিট ধরে সেই শো চলে। পুরো অনুষ্ঠানের জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেন ওই নারী। কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়িতে যে রকম আয়োজন করা হয় ঠিক সে রকমই আয়োজন করা হয়েছিল ডু ডুর জন্মদিন পালনে।

এই খবর নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ওই নারীকে সমালোচনার মুখে পড়তে হয়। কেউ বলেছেন, ‘যেখানে লাখ লাখ মানুষ খেতে পাচ্ছে না, সেখানে লাখ লাখ টাকা খরচ করে পোষা কুকুরের জন্মদিন পালন!’ কেউ আবার বলেছেন, ‘এর চেয়ে অভুক্তদের খাওয়ালে ভালো হতো।’

ইউএইচ/

Exit mobile version