Site icon Jamuna Television

চাকরি পেলো সেই আসপিয়া

বরিশাল পুলিশ লাইনসের গেটে বসে আছেন আসপিয়া। ছবি: সংগৃহীত

স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশের চাকরি পেতে সমস্যার সম্মুখীন হওয়া আসপিয়া ইসলাম কাজল অবশেষে ওই বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন। বরিশালের হিজলা উপজেলার বড়জাঙ্গালিয়া ইউনিয়নের বাসিন্দা আসপিয়া গতকাল শনিবার রাতে নিয়োগপত্র হাতে পেয়েছেন বলে জানা গেছে। এতে আসপিয়া ও তার পরিবারের সদস্যরা উৎফুল্ল।

প্রসঙ্গত, এই পদে নিয়োগের সাত স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্থায়ী ঠিকানা না থাকায় আসপিয়ার চাকরি হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টকে জমিসহ ঘর এবং যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার নির্দেশ দেয়া হয়

এমএন/

Exit mobile version