Site icon Jamuna Television

দল থেকে ছিটকে পড়ে সৌম্যের ব্যাটে রানের বন্যা

সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

দল থেকে ছিটকে যাওয়ার অভিমান যেন রান হয়ে ঝরে পড়ছে সৌম্য সরকারের ব্যাটে। বিসিএলের এবারের আসরেই এই বাঁহাতির ব্যাট থেকে এলো দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণাঞ্চলের বিপক্ষে ১২৮ রানে অপরাজিত আছেন মধ্যাঞ্চলের এই ব্যাটার। অন্যদিকে পূর্বাঞ্চলের ব্যাটিং বিপর্যয়ের দিন একাই লড়ছেন আশরাফুল।

এদেশে সেই সেরা ব্যাটার যে দল থেকে বাদ পড়েন। কিছু না করেও সেই ক্রিকেটারকে ফেরাতে সামাজিক মাধ্যমে শুরু হয় রীতিমত আন্দোলন। সেই আন্দোলনে সৌম্য সরকারের নাম এখনো যুক্ত না হলেও আসল কাজটা করে যাচ্ছেন এই ব্যাটার। দল থেকে বাদ পড়লে নিজেকে প্রমাণের সেরা মঞ্চ হচ্ছে ঘরোয়া ক্রিকেট। সেই মঞ্চে রীতিমত রান উৎসবে মেতেছেন সৌম্য।

আরও পড়ুন: করোনা যুদ্ধ শেষে টাইগারদের সাথে যোগ দিলেন হেরাথ

বিসিএলের এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বাঁহাতি। মিরপুর স্টেডিয়ামে প্রথম দিনের তৃতীয় সেশনেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। বল খরচ করেন ২০৫। ব্যাটকে রীতিমত তরবারি বানিয়ে আগের সেঞ্চুরির মত এদিনও ৮৮ রানের পর চার আর ছক্কায় শতক ছুঁয়েছেন এই স্টাইলিশ ব্যাটার। সব মিলে তিন ছক্কা ও ১০ চারে দিনশেষে ছিলেন ১২৮ রানে অপরাজিত। নিউজিল্যান্ডের মাটিতে সবশেষ টেস্টে সেঞ্চুরি হাঁকানো সৌম্যকে বাদ দেয়ার হিসাবটা ভুল হয়েছিল কিনা, সে প্রশ্নও এখন নির্বাচকদের সামনে।

এদিকে ইস্ট জোনের হয়ে সেঞ্চুরি না পেলেও লড়াই করেছেন মোহাম্মদ আশরাফুল। দল যখন বিপর্যয়ে তখন ১৬০ বলে ৭০ রানের এক ইনিংস খেলেন আশার ফুল আশরাফুল।

আরও পড়ুন: ‘পঞ্চপাণ্ডবের কোনো অর্জন নেই, দেশকে তারা ট্রফি দিতে পারেনি’

Exit mobile version