Site icon Jamuna Television

এপ্রিল ‘যৌন নিপীড়ন বিরোধী’ মাস: ট্রাম্প

ডজনেরও অধিক যৌন হয়রানির অভিযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই ট্রাম্পই কিনা চলতি বছরের এপ্রিল মাসকে ‘জাতীয় যৌন নিপীড়ন প্রতিরোধ’ মাস হিসেবে পালনের ঘোষণা দিলেন।

হোয়াইট হাউজের ওয়েবসাইটে মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণা কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যৌন নিপীড়ন ও সহিংসতার মতো বিষয়গুলোতে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ জোরদারে এই ঘোষণা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ঘরে ও কর্মক্ষেত্রে নিরাপদ সম্পর্ক গড়তে হবে। সমাজ থেকে যৌন নিপীড়ন দূর করতে আমাদের কাজ করতে হবে।”

তিনি যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোরও আহবান জানিয়েছেন।

অথচ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই অবধি কমপক্ষে ১৫ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ করেছেন।

কিন্তু এ সব অভিযোগকে প্রতিবারই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version