Site icon Jamuna Television

সালমান খানের বাসায় সাপ ঢুকলো কীভাবে?

পানভেলে নিজের খামারবাড়িতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন সালমান খান। এরইমধ্যে সাপের কামড় খান সালমান। এই বাড়িতে যে সাপ থাকতে পারে, তা কেয়ারটেকারদের জানিয়েছিলেন সালমান। তবে অনেকেরই প্রশ্ন, সালমানের খানের ওই বিলাসবহুল বাড়িতে সাপ ঢুকলো কীভাবে?

ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর বলছে, আগেই খামারবাড়ির কেয়ারটেকারদের জানানো হয়েছিল সেখানে প্রচুর সাপখোপ আছে। খামারবাড়ির চারপাশে প্রচুর জঙ্গল এবং আগাছা রয়েছে। এসব জায়গায় সাপখোপ থাকা স্বাভাবিক।

খামারবাড়িতে আড্ডা দিতে দিতে হঠাৎ হাতে ব্যথা অনুভব করেন সালমান। আর তার বন্ধুরা দেখেন, সালমানের পাশ দিয়েই একটি সাপ চলে যাচ্ছে। তারা দেরি না করে দ্রুত সালমানকে হাসপাতালে নিয়ে যান। রাত তিনটার দিকে ঘটে এ ঘটনা। ছয় থেকে সাত ঘণ্টা তাকে ডাক্তারি পর্যবেক্ষণে রাখা হয়।

সালমান খানের জন্মদিন আজ মধ্যরাত থেকেই পালন হওয়ার কথা। যদি এর মধ্যে কোনো সমস্যা না হয় তাহলে আজই অনুষ্ঠান পালন করবেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version