Site icon Jamuna Television

বুরকিনা ফাসোতে সশস্ত্র বাহিনীর হামলায় ৪১ জন নিহত

ছবি: সংগৃহীত।

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সশস্ত্র বাহিনীর হামলায় প্রাণ গেলো কমপক্ষে ৪১ জনের। রোববার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে আফ্রিকান দেশটির সরকার।

বিবৃতিতে জানানো হয়, নিহতরা সবাই সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত প্রতিরক্ষা বাহিনীর সদস্য। সেটি ‘ভলান্টিয়ার্স ফর দি ডিফেন্স অব দি মাদারল্যান্ড’ বা ভিডিপি হিসেবে পরিচিত।

মালি সীমান্তের কাছে তাদের গাড়িবহরে চালানো হয়, চোরাগোপ্তা হামলা। যাতে প্রাণ হারিয়েছেন বাহিনীটির অন্যতম নেতা লারজি জোরো। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

আরও পড়ুন: করোনা ঠেকাতে নয়াদিল্লিতে কারফিউ, ‘ইয়েলো অ্যালার্ট’

মালি-বুরকিনা ফাসো এবং নাইজার সীমান্তে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে আল-কায়েদার মদদপুষ্ট একটি সশস্ত্র বাহিনী। গেলো মাসেও অঞ্চলটিতে হামলা চালিয়ে ৫৭ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা।

জেডআই/

Exit mobile version