Site icon Jamuna Television

অভিযান-১০ লঞ্চের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় চার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেরিন আদালত।

রোববার (২৬ ডিসেম্বর) নৌ অধিদফতরের পক্ষ থেকে কর্তব্য অবহেলার যে মামলা দায়ের করা হয় সেটি আমলে নিয়ে নৌ আদালতের বিচারক (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) জয়নাব বেগম আসামি আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অগ্নিকাণ্ডের ঘটনার দুই দিন পর ঢাকায় নৌ আদালতে মামলা দায়ের করেন বাংলাদেশ নৌপরিবহণ অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান। মামলায় আসামি করা হয় লঞ্চের চার মালিক, দুইজন মাস্টার ও দুইজন ড্রাইভারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে নৌযানে পর্যাপ্ত সংখ্যক অগ্নিনির্বাপক যন্ত্র, লাইফ জ্যাকেটসহ নিরাপত্তামূলক ব্যবস্থা না রাখা ও অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর চারটি ধারা লঙ্ঘণের অভিযোগ আনা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। ঝালকাঠি জেলার সদর উপজেলার ৮ নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলের আশেপাশে এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী
এ দুর্ঘটনায় মারা গেছে ৩৯ জন। হাসপাতালে ভর্তি আছেন আরও অনেকে।

জেডআই/

Exit mobile version