Site icon Jamuna Television

হ্যারিসের ব্যাটে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত।

অ্যাশেজের তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ ৫ উইকেটে ১৭৩ রান।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১ উইকেটে ৬১ রান দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতেই ফিরে যান আগের দিনে নাইটওয়াচম্যাচ হিসেবে নামা নাথান লায়ান। ওলি রবিনসনের বলে জস বাটলারকে ক্যাচ দেন তিনি। চারে নেমে এদিন সুবিধা করতে পারেননি ইনফর্ম ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। মাত্র ১ রান করে ফেরেন মার্ক উডের বলে। স্টিভেন স্মিথও বেশিক্ষণ থিতু হতে পারেননি ক্রিজে। ১৬ রান করে বোল্ড হন অ্যান্ডারসনের বলে।

সাময়িক এ ধাক্কা কাটিয়ে উঠে দারুণ প্রতিরোধ গড়েছেন ওপেনার মার্কাস হ্যারিস ও চলতি অ্যাশেজের প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করা ট্রাভিস হেড। দুজনে মিলে গড়েছেন ৬১ রানের জুটি। হ্যারিস অপরাজিত ৬৯ রানে। আর হেড ফিরেছেন ২৭ রান করে। হ্যারিসের সাথে ২ রান নিয়ে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন।

এর আগে প্রথম দিনে অজি বোলারদের তোপে পড়ে ১৮৫ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। দলের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক জো রুট। ৫ ম্যাচের অ্যাশেজে এরইমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

জেডআই/

Exit mobile version