Site icon Jamuna Television

ঘনিষ্ঠ পুরুষ সঙ্গী ছাড়া দূরে ভ্রমণ করতে পারবেন না আফগান নারীরা

ছবি: সংগৃহীত।

ঘনিষ্ঠ পুরুষ সঙ্গী ছাড়া দূরে ভ্রমণে বের হলে পরিবহন সেবা দেয়া হবে না আফগান নারীদের। এমন নির্দেশনা দিয়েছে আফগান সরকার।

রোববার (২৬ ডিসেম্বর) তালেবান কর্তৃপক্ষ এমন নির্দেশনা জারি করে।

বিবৃতিতে বলা হয়, নারীদের নিরাপত্তা নিশ্চিতে ৭২ কিলোমিটারের বেশি দূরত্বে কোথাও যেতে হলে নারীদের সাথে পুরুষ সঙ্গী থাকতে হবে। পুরুষ সঙ্গীকে পরিবারের সদস্য হওয়া বাধ্যতামূলক বলেও জানানো হয়।

আরও পড়ুন: ৫ বছরে গোলান উপত্যকায় ইহুদি বসতি দ্বিগুণ করবে ইসরায়েল

এছাড়া গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে নারীদের হিজাব পড়া বাধ্যতামূলক করা হয়েছে। যানবাহনের ভিতরে গান বাজানোও বন্ধ করতে জনগণকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এর কয়েক সপ্তাহ আগে টেলিভিশনে উপস্থাপনাকালে নারী সাংবাদিকদের হিজাব পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

জেডআই/

Exit mobile version