Site icon Jamuna Television

ইতালিতে জন্মহার কমে যাওয়ায় পোপ ফ্রান্সিসের উদ্বেগ

ছবি: সংগৃহীত

ইতালিতে জন্মহার কমে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। রোববার এক বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, নিম্নমুখী জন্মহার ভবিষ্যতের জন্য হুমকি স্বরুপ।

চলতি মাসে জন্মহার নিয়ে গেলো বছরের পরিসংখ্যান তুলে ধরে ইতালি। সেখানে বলা হয়, ১৮৬১ সালের পর ২০২০ এ সর্বনিম্ন জন্মহার ইতালিতে। তথ্য বলছে, গেলো বছর ইতালিতে জন্ম নিয়েছে প্রায় সাড়ে ৪ লাখ শিশু। আর মারা গেছে সাড়ে ৭ লাখের কাছাকাছি মানুষ। এছাড়া ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে জন্ম সংখ্যা কমেছে ১৫ হাজার। বিভিন্ন বেসরকারি জরিপ সংস্থার শঙ্কা, কোভিড মহামারির কারণে নানা সংকটে এ বছরও কমবে ইতালির জন্মহার।
আরও পড়ুন: ঘনিষ্ঠ পুরুষ সঙ্গী ছাড়া দূরে ভ্রমণ করতে পারবেন না আফগান নারীরা

পোপ ফ্রান্সিস বলেন, জন্মহার নিয়ে ইতালির যে তথ্য রয়েছে তা সত্যিই উদ্বেগের। বহু দম্পতি বাচ্চা নিতে চায় না, অনেকে আবার মাত্র একটি সন্তান নিচ্ছে। এটি অবশ্যই দুঃখজনক। আমাদের দেশ এবং ভবিষ্যতের জন্য এই চিত্র পাল্টানো জরুরি। এ জন্য পরিবারের সদস্য বাড়াতে হবে।

ইউএইচ/

Exit mobile version