Site icon Jamuna Television

বর্তমান ও সাবেকের সাথে ৫৬তম জন্মদিন পালন সালমানের

ছবি: সংগৃহীত।

সাপের ছোবল খাওয়ার পর এখন সম্পূর্ণ বিপদমুক্ত সালমান খান। তাই সুস্থ হয়ে মুম্বাইয়ের পানভেলেতে জমিয়ে উদযাপন করছেন নিজের ৫৬তম জন্মদিন। ২৭ ডিসেম্বর সালমানের সাথে সাথে বোন অর্পিতা খান এবং আয়ুষ শর্মার মেয়ে আয়াতেরও জন্মদিন। ভাগ্নিকে কোলে নিয়ে কেক কেটে দিনটিকে উদযাপন করছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার (২৬ ডিসেম্বর) রাত ১২টার পর থেকেই শুরু হয় উদযাপন। সালমানের এই খামারবাড়িতে জন্মদিনের আমন্ত্রণ পান আয়ুষ, অর্পিতা, আরবাজ খান, ববি দেওলের মতো তারকারা। উপস্থিত ছিলেন তার বিদেশি প্রেমিকা ইউলিয়া ভন্তুরও। একই সাথে জন্মদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে সালমান খানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। তবে সেখানে ক্যাটরিনা ও ভিকিকে দেখা যায়নি। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়

ছবিতে সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানি।

এর আগে শনিবার (২৫ ডিসেম্বর) রাতে বড়দিনে নিজের খামারবাড়িতেই সাপের কামড় খান সালমান। সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন, সাপটি বিষধর ছিল না। এখন পুরোপুরি শঙ্কমুক্ত সালমান।

এসজেড/

Exit mobile version