Site icon Jamuna Television

ফ্লাইওভারেও জলজট!

ঢাকার রাস্তায় জলজটের খবর নতুন কিছু নয়। বর্ষাকালে হাঁটু পানি মাড়িয়ে অফিসে যাওয়ার দৃশ্য রাজধানীবাসীর কাছে নিয়মিত। তবে এবার দেখা গেল নতুন ধরনের জলজটের চিত্র! ভূমির জলজট এখন ফ্লাইওভারে ওঠেছে!

আজ শনিবার খিলগাঁও ফ্লাইওভার পার হওয়ার সময় দেখা যায় সেখানে কয়েকটি স্থানে প্রচুর পানি জমে আছে। ভোর রাতের বৃষ্টিতে জমা হওয়া পানি দুপুর ২টা পর্যন্ত ওখানেই আছে। ফ্লাইওভারের মেঝের বিভিন্ন জায়গা উঁচু-নিচু হওয়ায় পানি জমে থাকছে। আবার পয়নিষ্কাশন ব্যবস্থা কাজ না করায় সাথে সাথে বৃষ্টির পানি নামতে পারছে না। এতে ফ্লাই্ওভারের ক্ষতির শঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Exit mobile version