Site icon Jamuna Television

বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে অভিযান অব্যাহত

রাজধানীর কামরাঙ্গীরচরে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে রাজধানীর কামরাঙ্গীরচরে দ্বিতীয় দিনের মতো চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে এই উচ্ছেদ অভিযান। আজ মূল সড়ক থেকে ভেতরে বেড়িবাঁধের অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিএর জানিয়েছে, গতকাল বাণিজ্যিক-অবাণিজ্যিক মিলিয়ে মোট ২৬টি স্থাপনা ভেঙে ফেলা হয়, যার ফলে দখলমুক্ত হয় ১ একর এলাকা। আজকে এক্সকেভেটর মেশিনের সংখ্যা একটি বাড়িয়ে মোট তিনটি মেশিনের সাহায্যে উচ্ছেদ কার্যক্রম চলছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: প্লট পেতে ১০ লাখ টাকা ঘুষ দাবি বীর মুক্তিযোদ্ধার কাছে

ইউএইচ/

Exit mobile version