Site icon Jamuna Television

সন্ত্রাসী জিসান বাহিনীর ৭ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজিতে জড়িত দুবাইয়ে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর ৭ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের গুলশান বিভাগের একটি দল।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি পুলিশের প্রধান এ কে এম হাফিজ আক্তার।

তিনি জানান, দীর্ঘ দিন ধরে চক্রটি বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে চাঁদাবাজি করতো। চাঁদার জন্য ফোনে হুমকি ও ব্যবসা প্রতিষ্ঠানে গুলিও করতো গ্রেফতারকৃতরা।

তিনি আরও জানান, সন্ত্রাসী জিসান ও কারাগারে থাকা মামুন ও মুন্নার যখনই টাকার প্রয়োজন হতো তখন এদের দিয়ে বিভিন্নস্থানে চাঁদাবাজি করাতো। গ্রেফতারকৃতদের সাথে দুবাই পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান ও কারাগারে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version