Site icon Jamuna Television

মাদরাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:

দিনাজপুরের ৩ নম্বর উপশহরের একটি মাদরাসায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হেফজ শাখার শিক্ষক সাফিউল ইসলামকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে সাফিউল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেছেন শিশুটির বাবা।

জামিয়া আরাবিয়া কারিয়ানা হাফেজিয়া মাদরাসায় ৫ মাস ধরে অবস্থান করছিল ১২ বছর বয়সী ভুক্তভোগী। গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন অভিযুক্ত সাফিউল ইসলাম সাফি। অভিযুক্ত শিক্ষক বিবাহিত বলেও জানান ইন্সপেক্টর আসাদুজ্জামান।

ধর্ষণের শিকার ওই শিশুকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

এদিকে কক্সবাজারের আলোচিত ধর্ষণের ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব জানিয়েছে, চাঁদার টাকা না পেয়েই কক্সবাজারে ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন আশিক। এ প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Exit mobile version