Site icon Jamuna Television

সেমিফাইনাল নিশ্চিতের পর গ্রুপ সেরার লড়াইয়ে টাইগার যুবারা

ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১ টায়।

প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১৫৪ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে কুয়েতকে ২২৭ রানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালের পথ সুগম করে রাখা বাংলাদেশের শেষ চার নিশ্চিত হয় নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে। এখন আবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই দু’দলের সামনে; যেখানে নেট রানরেটে এগিয়ে বাংলাদেশ।

আরও পড়ুন: এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের যুবারা

পরিসংখ্যান বলছে, সবশেষ ৫ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় নেই বাংলাদেশের। তবে গ্রুপ বি’র ম্যাচে শারজায় জয় নিয়েই মাঠ ছাড়তে যায় বাংলাদেশের যুবারা।

আরও পড়ুন: অজি ক্রিকেটারের কোকেন সেবন, গোপন নথি ফাঁস

Exit mobile version