Site icon Jamuna Television

অশ্লীল ছবি ও ভিডিও সরাতে পরীমণিকে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ৩০ দিনের মধ্যে অশ্লীল ছবি ও ভিডিও সরাতে ঢালিউড অভিনেত্রী পরীমণিকে আইনি নোটিশ পাঠিয়েছেন দুই আইনজীবী। সোমবার (২৭ ডিসেম্বর) তার ঠিকানায় নোটিশ পাঠানো দুই আইনজীবী হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের ইসমাতুল্লাহ লাকী তালুকদার।

নোটিশে লেখা হয়েছে, ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পরীমনির সব ধরনের অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য; যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, এসব করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এমএন/

Exit mobile version