Site icon Jamuna Television

এনার বেপরোয়া বাস ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর

রাজধানীর খিলক্ষেতে এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে উল্টোদিক থেকে আসা একটি মাইক্রোবাসের ওপর উঠে গেছে। এ দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল বিমানবন্দর রোডের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এনা পরিবহনের গাড়িটি বেশ গতিতে ছিল। ঘটনাস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে পায়নি। বাসটিতে কোনো যাত্রীও পায়নি পুলিশ।

বাসের সামনের একটি চাকাসহ কিছু অংশ মাইক্রোবাসটির ওপর পড়েছে। মাইক্রোবাসটির চালক আঘাত পেলেও আরোহী আরও চারজন সুস্থ আছেন। ঘটনার পর বাসটি সরিয়ে নেয়া হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version