Site icon Jamuna Television

শেহনাজ গিলের বাবার ওপর বন্দুক হামলা

শেহনাজ গিল ও তার বাবা সন্তোখ সিংহ। ছবি: সংগৃহীত।

বিগবস শোয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান শেহনাজ গিল ও সিদ্ধার্থের জুটি। সিদ্ধার্থের মৃত্যু শোক কিছুটা কাটিয়ে উঠতে শুরু করেছেন শেহনাজ। এরই মধ্যে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটলো। গিলের বাবা সন্তোখ সিংহ সুখ বিজেপিতে যোগ দিয়েছেন। এরই জের ধরে তাকে হত্যা চেষ্টা করা হলো কি না তা এখনও স্পষ্ট নয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, শনিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে পাঞ্জাবের অমৃতসারে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সন্তোখ সিংহ। পাশে ছিলেন তার নিরাপত্তারক্ষী। এক জায়গায় শৌচালয়ে যাওয়ার জন্য গাড়ি দাঁড় করান নিরাপত্তারক্ষী। ঠিক তখনই সন্তোখের জানলার পাশে এসে দাঁড়ায় একটি বাইক। তাতে দু’জন ব্যক্তি বসেছিলেন।

আরও পড়ুন: অনলাইনে আইফোন অর্ডার দিয়ে পেলেন টয়লেট টিস্যুতে মোড়ানো চকলেট!

অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের মুখ দেখার জন্য সন্তোখ জানলার কাঁচ নামান। সেই মুহূর্তে সন্তোখকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় বাইক-আরোহীরা। এমনই সময়ে নিরাপত্তারক্ষী দূর থেকে বাইকটির উদ্দেশে ইট ছুঁড়ে মারেন। কিন্তু তার আগেই পালিয়ে যান তারা। তবে এ ঘটনায় গুলি সন্তোষের গায়ে লাগেনি। তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু সন্তোখের অভিযোগ, ঠিক সময়ে খবর সত্ত্বেও পুলিশ কোনো মামলা দায়ের করেনি।

এসজেড/

Exit mobile version