Site icon Jamuna Television

কিশোরী ধর্ষণের অভিযোগে এপিবিএন সদস্য আটক

প্রতীকী ছবি

১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এপিবিএন সদস্য শিমুল আহমেদকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কিশোরীকে ধর্ষণের মামলায় শ্যামলকে আটক করে প্রথমে মতিঝিল থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে আদালতে নিয়ে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। ভুক্তভোগী রোববার বেলা ১১টার দিকে মতিঝিলের এজিবি কলোনিতে ধর্ষণের শিকার হয় বলে জানিয়েছে তার পরিবার। কিশোরীর বাবা-মা দু’জনে চাকরি করায় বাসায় ছিলেন না, তখন ওই ব্যক্তি ভেতরে গিয়ে তার উপর নির্যাতন চালায়।

এমএন/

Exit mobile version