Site icon Jamuna Television

শেরপুরে পাওনা চাওয়ায় যুবক খুন, ৩ আসামি গ্রেফতার

মাত্র ১৫ হাজার টাকা পাওনা চাইতে গিয়ে শেরপুরের যুবক মুনছুর আলী ফকির খুন হন। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, মুনছুর আসামিদের কাছে পাওনা টাকার জন্য চাপ দিচ্ছিলো। তারই জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মুনছুরকে হত্যা করা হয়। পরে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নকলা উপজেলার ধনাকুশা নদীর পাড়ে কাঁচা রাস্তার ওপর থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা যায় যে, ওই যুবকের নাম মুনছুর আলী ফকির।

এদিকে, গত ১০ ডিসেম্বর গাজীপুরে ‘মশার কয়েল’ কেনাবেচাকে কেন্দ্র করে খুন হন হৃদয় নামে এক যুবক। এই ঘটনায় জড়িত দোকানদার রিয়াজুরকেও গ্রেফতার করেছে সিআইডি।

এমএন/

Exit mobile version