Site icon Jamuna Television

ইউপি নির্বাচনের আগে কামারশালায় দেশীয় অস্ত্র তৈরির হিড়িক, আটক ১

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দুর্গাপুরের মাড়িয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র রামদা তৈরির সময় জনি নামের এক কামারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় দুর্গাপুরের দৈমাড়িয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আগামী ৫ম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কামারশালায় দেশীয় অস্ত্রগুলো তৈরি করা হচ্ছিল। দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অন্তত ২৫টি রামদা উদ্ধার করে। আটক করে কামার দৈমাড়িয়া গ্রামের মকছেদ আলীর ছেলে জনিকে।

পুলিশ জানিয়েছে, এর নেপথ্যে কারা আছে তা খুঁজে বের করতে কামার জনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/

Exit mobile version