Site icon Jamuna Television

এবার নিষিদ্ধ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, জরিমানা ৫ লাখ টাকা

ফাইল ছবি।

ফেডারেশন কাপের আগামী আসরের জন্য এবার নিষিদ্ধ করা হলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয় ক্লাবটিকে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাফুফে’র ডিসিপ্লিনারি কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাবের পর এই শাস্তি প্রদান করা হলো মুক্তিযোদ্ধা সংসদকে। কমলাপুর স্টেডিয়ামে খেলার উপযুক্ত নয় বলে অভিযোগ করে আসছিল ক্লাবগুলো। তারই অংশ হিসেবে হঠাৎ করেই ফেড কাপে খেলতে অস্বীকৃতি জানায় তারা। বাইলজ অনুযায়ী এই তিন ক্লাবের প্রতিপক্ষ দলগুলোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ‘দুই বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আয়োজন হলে আকর্ষণ হারাবে’

ফিকচারে অনিয়ম ও টুর্নামেন্ট ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে চলতি ফেডারেশন কাপ বয়কট করে ক্লাব তিনটি। এ ব্যাপারে রেফারিজ ও ম্যাচ কমিশনারের রিপোর্ট পাঠানো হয় ডিসিপ্লিনারি কমিটির কাছে। সেই রিপোর্টের ভিত্তিতে প্রথম দফায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারাকে এবং দ্বিতীয় ধাপে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে টুর্নামেন্ট থেকে বহিস্কার করা হলো।

ফেডারেশন কাপের মাঠ নিয়ে ক্লাবগুলো অভিযোগ জানিয়ে আসছিল আগে থেকেই। তবে তা আমলে নেয়নি লিগ কমিটি। উল্টো আপত্তি জানিয়ে খেলোয়াড়দের ফিটনেস নিয়েই তোলা হয়েছিল প্রশ্ন। কমলাপুর স্টেডিয়ামের টার্ফে খেলা নিয়ে ক্লাবগুলোর অভিযোগের পরও সেখানেই ফেডারেশন কাপ আয়োজনের সিদ্ধান্তে অটল থেকেছিল পেশাদার লিগ কমিটি। মূলত ঘাসের মাঠের জায়গায় কমলাপুর স্টেডিয়ামের শক্ত টার্ফে খেলে একাধিক ফুটবলার আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতেই এমন আপত্তি জানায় ক্লাবগুলো।

আরও পড়ুন: বিপিএলে কোন দলের স্কোয়াড সবচেয়ে দামি?

Exit mobile version